1. jfjoy24@gmail.com : admin :
  2. wordpressdefaults@gmail.com : defaults :
পীরগঞ্জ বিএডিসি সেচ (নির্মান) অফিসের ৬ পদের ৫টিই শুন্য | তিস্তা সংবাদ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পীরগাছায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা পীরগাছায় কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন পীরগাছায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ পীরগাছায় ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত পীরগাছায় বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্তকরণ পীরগাছায় অসহায় পরিবের পাশে দাঁড়িয়েছে হামার পীরগাছা যুব ফাউন্ডেশন পীরগাছায় তিন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ পীরগাছায় ট্রাফিক সিগন্যালের দায়িত্বে আনসার ভিডিপি আবু সাঈদসহ সমস্ত হত্যাকাণ্ডের বিচার চায় বেরোবি শিক্ষকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী নি*হত

পীরগঞ্জ বিএডিসি সেচ (নির্মান) অফিসের ৬ পদের ৫টিই শুন্য

প্রতিনিধি
  • আপডেট মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১১৬

মোস্তফা মিয়া,পীরগঞ্জ(রংপুর)
রংপুরের পীরগঞ্জ উপজেলার বিএডিসি’র সেচ (নির্মান) কার্যালয়ে তীব্র জনবল সংকট বিরাজ করছে । ফলে সেচ পাম্প মালিকেরা আশানুরুপ সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পীরগঞ্জের কৃষকেরা এখন বোরো ধান উৎপাদনের জন্য প্রস্তুতি নিচ্ছেন । আর এ জন্য তারা সেচের সুবিদার্থে সেচ পাম্পে বিদ্যুত সংযোগ প্রাপ্তির জন্য পীরগঞ্জস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সেচ বিভাগের স্বরনাপন্ন হচ্ছেন । আর কৃষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তা ব্যাক্তিকে সেচ পাম্পের নির্ধারিত স্থান পরিদর্শনের পর প্রত্যায়ন পত্র দিতে হচ্ছে। এ প্রত্যায়নের পরিপ্রেক্ষিতে সেচ পাম্প মালিকগনকে বিদ্যুত সংযোগ নিতে হচ্ছে , অন্যথায় বিদ্যুত সংযোগ মিলছে না । ইতিমধ্যে চলতি সনের ২০ ডিসেম্বর পর্যন্ত ৩শ’৯৩টি আবেদন পত্র জমা পড়েছে । আবেদনকারীদের অনেকই এখনও প্রত্যায়ন না পাওয়ায় বিদ্যুত সংযোগ প্রাপ্তির সুবিধা থেকে বঞ্চিত রয়েছে । কবে পাবেন সেচ পাম্প মালিকেরা তাও জানেন না। অপর একটি সুত্রে জানা গেছে, উক্ত কার্যালয়ে ৬টি পদ থাকলেও ও ৫ পদই শুন্য রয়েছে। ফলে বর্তমান দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলীকেই সেচপাম্প মালিকদের আবেদনের তদন্ত সহ পুরো অফিসের দায়িত্ব পালন করতে হচ্ছে । আর যে কারনে উক্ত কর্মকর্তার পক্ষে সময়ানুযায়ী দাপ্তরিক কাজ সম্ভব হচ্ছে না। তার পরেও বিভিন্ন স্থানে সেচপাম্প স্থাপন নিয়ে জটিলতাও অব্যাহত রযেছে। যে গুলোরও সহসা সমাধান হচ্ছে না। এ পরিস্থিতিতে সেচ পাম্প মালিকদেরকে উক্ত অফিস থেকে সেবা গ্রহনের ক্ষেত্রে দিনের পর দিন ধর্না দিতে হচ্ছে । বঞ্চিত হচ্ছেন আশানুরুপ সেবা প্রাপ্তি থেকে। এ ব্যাপারে পীরগঞ্জ বিএডিসি’র উপ-সহকারী প্রকৌশলী (নির্মান) রুবেল ইসলাম জনবল সংকটের কথা স্বীকার করে বলেন, এ সমস্যার কারনে সাপ্তরিক কাজে আশানুরুপ গতি আসছেনা। তার পরেও সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

এই বিভাগের আরো খবর
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | তিস্তা সংবাদ.কম
Theme Customization By NewsSun