1. jfjoy24@gmail.com : admin :
  2. wordpressdefaults@gmail.com : defaults :
রংপুরে ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত | তিস্তা সংবাদ
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন

রংপুরে ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত

প্রতিনিধি
  • আপডেট শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৮৪

ফেরদৌস জয়

ভূমি অনলাইন কর প্রদানে জনগনকে উদ্বুদ্ধ করণে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

এতে ভূমি উন্নয়ন কর ভূমি মন্ত্রণালয়ের অনলাইনে নামজারী কার্যক্রম, অনলাইনে খতিয়ান প্রাপ্যতা,ডিজিটাল ল্যান্ড রেকর্ড,অনলাইন মৌজা ম্যাপের সহজেই প্রাপ্যতা এবং অনলাইন শুনানী সহ সকল ধরনের ডিজিটাল ভূমি সেবা প্রদানের বিষয় তুলে ধরা হয়।

ডিজিটাল ভাবে জমির খাজনা আদায়ের জন্য একজন নাগরিককে এলডি ট্যাক্স সিষ্টেমে রেজিষ্টেশন কনতে হবে অনলাইন পোর্টালে land.gov.bd অথবা www.idtax.gov.bd তে ঢুকে জাতীয় পরিচয় পত্র,মোবাইল নাম্বার এবং জন্মতারিখ দিয়ে এন্ট্রি করার আহবান জানান জেলা প্রশাসক।

রংপুর জেলায় অনলাইনে প্রতিটি হোল্ডিং আপলোডের জন্য খরচ ধরা হয়েছে ২৫ টাকা করে।
রংপুর জেলায় আপলোড যোগ্য হোল্ডিং সংখ্যা ৮৯৩৭২৪ টি এর মধ্যে ৫৯৩৩১ হোল্ডিং আপলোড সম্পন্ন হয়েছে। হোল্ডিং আপলোডের জন্য ৬৯২৪৬৪০ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

জেলা প্রসাশক  আসিব আহসান জানান, জনগনের  মাঝে অনলাইনে খাজনা আদায় করণই এ কার্যক্রমের মূখ্য বিষয়।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

এই বিভাগের আরো খবর
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | তিস্তা সংবাদ.কম
Theme Customization By NewsSun