1. jfjoy24@gmail.com : admin :
  2. wordpressdefaults@gmail.com : defaults :
ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এর ঈশ্বরদী দাশুরিয়া শাখা কার্যালয় এ চুরি | তিস্তা সংবাদ
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এর ঈশ্বরদী দাশুরিয়া শাখা কার্যালয় এ চুরি

প্রতিনিধি
  • আপডেট রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১৫২

পাবনার ঈশ্বরদীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের দাশুড়িয়া কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোঃ এনামুল হক বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। সাধারণ ডাইরি সূত্রে জানাযায়, উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের (সাবেক) ইউপি কার্যালয়ে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর দাশুড়িয়া রিসোর্ট সেন্টার অবস্থিত। উক্ত অফিসের তালা ভেঙ্গে ভেতরে থাকা সরকারী ৬০টি বিভিন্ন বই, অফিস রেজিস্টার ৫টি এবং অফিসে থাকা দুটি বসার ব্রেঞ্চসহ যাবতীয় মালামাল নিয়ে গেছে সংঘবদ্ধ চোরদল। চুরি প্রসঙ্গে বাদী মোঃ এনামুল হক বলেন আমি উক্ত অফিসের সাধারণ কেয়ারটেকার পদে কর্মরত আছি। প্রতিদিনের ন্যায় গত ০১লা জুলাই ২০২১ বিকেল অনুমান ৫.৩০ মিনিট নাগাদ অফিস তালাবন্ধ করে বাড়ীতে চলে যাই এবং ৪ ঠা জুলাই সকাল অনুমান ১০ ঘটিকায় অফিসে গেলে অফিসের তালা ভাঙ্গা দেখতে পাই। এমতাবস্তায় শ্রী কমল, শ্রী ভক্ত, মো. পিন্টুসহ আশপাশের দোকানদারদের ডেকে অফিসে প্রবেশ করে দেখি চোরেরা অফিসের সবকিছু নিয়ে চলে গেছে। পরে চুরির বিষয়টি, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. বকুল সরদার কে অবহিত করে ঈশ্বরদী থানায় অফিসে চুরির প্রসঙ্গে একটি সাধারণ ডাইরি করেছি।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

এই বিভাগের আরো খবর
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | তিস্তা সংবাদ.কম
Theme Customization By NewsSun