ভরত রায় প্রত্যয়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের চিরিরবন্দরে করোনাকালীন সময়ে কমহীন হয়ে পড়া দিনমজুর, এতিম, অসহায় মানুষদের চিকিৎসা সেবাও খাদ্য সহায়তা নিয়ে পাশে দাড়িয়েছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের সদস্যরা। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে চিরিরবন্দর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৫০ জন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন পার্বতীপুর বীর উত্তম শহীদ মাহবুব সেনাবাহিনীর ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি।
এসময় তিনি বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে সেনাবাহিনী জেলার প্রতিটি উপজেলায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি আমরা মানবিক সহায়তা হিসেবে বিনামুল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ সামগ্রী বিতরন এবং সেনাবাহীর নিজের খাওয়া থেকে কিছু অংশ রেখে খাদ্য সামগ্রী দিয়ে আসতেছি।
এসময় জেলা সমন্বয়কারী ৩৬ বীর অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল ইমরান জানান, আজ ৬৬ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে প্রায় আড়াই শতাধিক মানুষের মাঝে মানবিক খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
Leave a Reply