রংপুরের পীরগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজার রহমান মোস্তা (৩৮) নামের এক সাবেক ইউপি সদস্য ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
নিহত মোস্তাফিজার রহমান চতরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও কাটাদুয়ার গ্রামের আজিজুর রহমানের পুত্র বলে জানা গেছে।এ ঘটনায় একই পরিবারের ৩জনসহ মোট ৬ জন গুরুতর আহত হয়েছে। বুধবার বিকালে খালাশপীর-নবাবগঞ্জ সড়ক টুকুরিয়া ইউনিয়নের গোপীনাথপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- কুয়াতপুর গ্রামের আ: রহিম মিয়ার পুত্র তাজুল ইসলাম (৩৫), কাটাদুয়ার গ্রামের প্রিয়নাথের পুত্র সুকুমার (৩৪), মদনখালী ইউনিয়নের খালাশপীর থিয়ারপাড়া গ্রামের আ: লতিফ মিয়ার পুত্র শাহিন মিয়া (৪০), তার স্ত্রী মাজিয়া জান্নাত (৩০) একমাত্র পুত্র আফছান (০৮) তারা মোটর সাইকেল যোগে আত্মীয়র বাড়ীতে যাচ্ছিল। এদিকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে পরে রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান, দুই মোটর সাইকেল সংষর্ঘে মোস্তাফিজার রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply