ফেরদৌস জয়,রংপুর
গাইবান্ধায় এম্বুলেন্সে রোগী সেজে হিরোইন পাচারের সময় ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১৩।
২৯ জুলাই বৃহস্পতিবার বিকেলে র্যাব-১৩ এর কার্যালয়ে অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে গাইবান্ধার উদ্দেশ্যে আসা একটি এম্বুলেন্সে মাদক পরিবহনের খবর পেয়ে, গাইবান্ধা পলাশবাড়িতে চেকপোষ্ট বসিয়ে মাদক হিরোইন উদ্ধার করে।
তিনি আরো বলেন,মাদক পরিবহনের জন্য মাদক ব্যাবসায়ীরা নানা রকম কৌশল গ্রহন করে থাকে।
এম্বুলেন্স তল্লাশি করে আটককৃত মাদক ব্যাবসায়ী বুলবুল আহম্মেদের(৪০) একটি পা পঙ্গু থাকায় কৃত্রিম পা সংযুক্ত করা ছিল পরে সেই কৃত্রিম পায়ে তল্লাশী চালিয়ে ৪১০ গ্রাম মাদকদ্রব্য হিরোইন উদ্ধার করা হয়।যার বাজার মূল্য ১০ লাখ টাকার উপরে ধারণা করা হচ্ছে।
এসময় হেল্পার আজিজুর রহমানকেও (৩৫) আটক করা হয়।আটককৃত মাদক ব্যাবসায়ীর উভয়ের বাসা রাজশাহীতে।
এছাড়াও তাদের সাথে থাকা ৫ টি মোবাইল ফোন,৭৮০০ টাকা,মাদক পরিবহনের ব্যাবহৃত এম্বুলেন্সটি জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিগ্যাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।
এছাড়াও তাদের সাথে জড়িত অন্যান্যা মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
Leave a Reply