1. jfjoy24@gmail.com : admin :
  2. wordpressdefaults@gmail.com : defaults :
অবরুদ্ধ ২৫টি পরিবারের চলাচলের রাস্তা মেরামতের উদ্যোগ নিলেন প্রশাসন | তিস্তা সংবাদ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

অবরুদ্ধ ২৫টি পরিবারের চলাচলের রাস্তা মেরামতের উদ্যোগ নিলেন প্রশাসন

প্রতিনিধি
  • আপডেট বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১৪০

এমডি এস সোহাগ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় অবরুদ্ধ হওয়া ২৫টি পরিবারের চলাচলের রাস্তা মেরামতের উদ্যোগ নিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম এবং ওসি শেখ কামাল হোসেন।

উপজেলার মারগাও গ্রামের মাঝখানে প্রধান রাস্তার পশ্চিম পার্শ্বে ডাঙাপাড়া নামক একটি পাড়ায় ২৫টি পরিবারের বসবাস৷ চলাচলের জন্য ২ফুট রাস্তার একটি আইল দিয়েই তারা চলাফেরা করেন। কিন্তু সেটি কেটে ছোট করে তার উপরে কাদাঁ দিয়ে রাস্তা বন্ধ করে দেন সেই জমির মালিক আছির উদ্দিন। এলাকাবাসী জানান অনেক আকুতি করার পরও কোনো কথা শোনেননি আছির উদ্দিন।

পরে সাংবাদিকরা বিষয়টি প্রচার করলে তা সবার সামনে উঠে আসে। জানতে পেরে সমাধানের সেখানে তাৎক্ষণিক সরেজমিনে যান খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি। পরে দু’পক্ষের সাথে কথা বলে তাদের মীমাংসা করেন তারা।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, সরেজমিনে গিয়ে দু’পক্ষের সাথেই কথা হয়েছে। এখন আর চলাচলের কোনো সমস্যা হবে না। বর্ষাকাল শেষ হলে সেই রাস্তা প্রশস্ত এবং মেরামত করে দেওয়া হবে বলেও জানান তিনি

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

এই বিভাগের আরো খবর
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | তিস্তা সংবাদ.কম
Theme Customization By NewsSun