মোঃসইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নে করতোয়া নদীর থেকে জাহেদুল ইসলাম (২৮) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯জুলাই) সন্ধ্যায় বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের সোনাচান্দি এলাকায় করতোয়া নদীর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সে ওই ইউনিয়নের গেদেরগুড়ি এলাকার মৃত: আকবর আলীর ছেলে জাহেদুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,সোনাচান্দি এলাকার কয়েকজন যুবক সন্ধ্যায় করতোয়া নদীর ধারে ঘুরতে গেলে নদীর কিনারে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এসময় ওই যুবকের প্যান্টের পকেটে থাকা একটি সিমসহ মুঠোফোন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী ওই যুবকের লাশ উদ্ধারের বিয়য়টি নিশ্চিত করে জানান, লাশটি করতোয়া নদীর উজানের দিক থেকে ভেসে এসেছে। লাশটি আট থেকে দশ দিন আগের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা লাশের সুরৎহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply