এম আর এইচ সুমন,রংপুরঃ
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের (রংপুর বিভাগ) আওতাধীন রংপুর বিভাগীয় কমিশনার, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আট জেলার জেলা প্রশাসক, আঞ্চলিক ও জেলা স্কাউটসের কমিশনার, সম্পাদক ও সহকারী কমিশনার (সংগঠন) এবং অঞ্চলে কর্মরত প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভগণের সাথে বাংলাদেশ স্কাউটসের সংগঠন বিভাগ সমন্বয় সভার আয়োজন করে।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সংগঠন) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রি পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) ও জাতীয় উপ কমিশনার ( সংগঠন) শেখ রফিকুল ইসলাম, জাতীয় উপ কমিশনার ( সংগঠন) ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম ফেরদৌস, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক আরশাদুল মুকাদ্দিস, যুগ্ম নির্বাহী পরিচালক কে এম সাইদুজ্জামান ও পরিচালক ( সংগঠন) এএইচএম মুহসিনুল ইসলাম স্কাউটসের সাংগঠনিক কার্যক্রমের বাস্তবায়ন ও স্কাউট আন্দোলনের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন।
রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক, আঞ্চলিক কমিশনার মোঃ আখতারুজ্জামান, এএলটি ও সম্পাদক আবু সাঈদ স্কাউটিং কার্যক্রম বেগবান করতে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা করেন।
সভায় জেলা প্রশাসকগণ দিনাজপুর অঞ্চলে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে প্রতিটি প্রতিষ্ঠানে দল গঠনসহ জেলা উপজেলা পর্যায়ের নির্বাহী হালনাগাদকরণ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় দিনাজপুর অঞ্চলের তথ্য উপাত্ত তুলে ধরেন উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ।
Leave a Reply