মোঃ সাজু মিয়া, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জে ভীমরুলের কামড়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩রা আগষ্ট) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পাটিকাপাড়া সতিরপাড় গ্রামের মৃত প্রসন্ন মেম্বারের পুত্র সুভাষ চন্দ্র রায় (৪০) ভীমরুলের কামড়ে মৃত্যু বরণ করেন। তিনি পেশায় টিউশনি সহ শামসুদ্দিন কমর উদ্দিন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা বলেন, আজ বেলা ১১ টার সময় দতারই বাড়ীর পিছনে সুপারির বাগানে গরুর ঘাস কাটতে থাকলে অগণিত ভীমরুল তাকে আক্রমণ করে সারা শরীরে হুল ফুটায়। তার আত্বচিৎকারে স্বজনরা এগিয়ে এসে দেখেন তিনি জ্ঞান হারিয়ে পরায় তাকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তার মৃত্যু ঘোসনা করেন।
সাংসারিক জীবনে তিনি ২ সন্তানের জনক ছিলেন।বিপ্লব(১৬) ও তিত্য(১৩) নামে তার দু’টি পুত্র সন্তান রয়েছে। কলেজ শিক্ষকের এ অকাল মৃত্যুতে তার সহকর্মী,আত্নীয়স্বজন,বন্ধু বান্ধব,ছাত্র,ছাত্রী সহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে বিরাজ করছে।
Leave a Reply