ফেরদৌস জয়;
আজ ৮ আগষ্ট সকালে দিনাজপুর জেলার পার্বতীপুরে ২৬৫ গ্রাম হিরোইন সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
ধারনা করা হচ্ছে জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় ২৬ লক্ষ টাকার কাছাকাছি।
গােপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন পাবর্তীপুর টু রংপুর বদরগঞ্জ থানাগামী হাসিনা নগর গ্রামের ব্রীজের পশ্চিম পার্শে অভিযান পরিচালনা করে অবৈধ মাদবদ্রব্য ২৬৫ গ্রাম হেরােইনসহ মাদক ব্যবসায়ী মােঃ খলিলুর রহমান সােহাগ (৩০)কে গ্রেফতার করেছে র্যাব-১৩।
রোববার বিকেলে ফ্লাইট লেফটেনেন্ট বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী রাজশাহী জেলার বাসিন্দা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথাস্বীকার করেছে।
তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে গােপন অনুসন্ধান চলছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply