নিজস্ব প্রতিবেদক, রংপুর;
রংপুরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। মঙ্গলবাব বিকেল নগরীর সুমি কমিউনিটি সেন্টরে স্বেচ্ছাসেবী সংগঠন আমরাই পাশে রংপুরের উদ্যোগে ঈদের নতুন জামা কাপড় বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতি) উত্তম প্রসাদ পাঠক।
এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমাস হোসেন, জেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুইট, বিশিষ্ট সংগীত শিল্পী অন্তর রহমান,
এ সময় বক্তরা বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- মানবতার এই মন্ত্রে দীক্ষিত হয়ে ‘আমরাই পাশে, রংপুর’ ফেইসবুক গ্রুপের সদস্যরা সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে। এজন্য আমাদের গর্ব হচ্ছে। তারা প্রমাণ করেছে তারা আসলেই সুহৃদ, সুন্দর একটি হৃদয়ের অধিকারী। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তারা আজ অসহায়, অবহেলিত, সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়িয়ে তাদের ঈদের নতুন জামা-কাপড় বিতরণ করছে নিশ্চয় তারা প্রশাংসার দাবীদার।
আমরাই পাশে রংপুর গ্রুপের এডমিন আল আমীন সুমন (আকাশ খান) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আমরাই পাশে রংপুর ফেইসবুক গ্রুপের কমিদের উৎসাহ উদ্দীপনা দিয়ে আসছে। আমরাই পাশে রংপুর গ্রুপের এডমিনসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply