যশোরের ঝিকরগাছায় ১৬ বছরের যুবক দ্বারা ৬ বছরের বাক-প্রতিবন্ধী শিশু ধর্ষণের স্বিকার হয়েছে। এই বিষয়ে ধর্ষিতার পিতা বাদি হয়ে থানায় মামলা করেছেন। মামলার জের ধরে পুলিশ আসামীকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। মামলা সূত্রে জানা যায়, বাদির মেয়ে জন্ম থেকে বাক-প্রতিবন্ধী । আসামী বাদির প্রতিবেশী ও উপজেলার ৩নং শিমুলিয়া গ্রামের রাধানগর গ্রামের বাজারস্থ একটি চায়ের দোকানী। ১০ মে অনুমান বেলা সাড়ে ১১টার দিকে আসামীর বাদীর মেয়েকে মিষ্টি খেতে দেওয়ার কথা বলে দোকানের মধ্যে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং ০২, তারিখ-১১/০৫/২০২১ইং। থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, মামলার সূত্র ধরে থানার পুলিশ আসামীকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
Leave a Reply