গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় এক কিশোরীকে অপহরণের
অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ৬ আগস্ট উপজেলার বড়বিল ইউনিয়নের
উত্তর পানাপুকুর ঘাঘটটারী গ্রামে।
ওই কিশোরীর বাবা জাহাঙ্গীর আলী জানান, তার পাশ্ববর্তী উত্তর পানাপুকুর লাঙ্গলের হাট
গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আপন মিয়া (২১) বিগত এক বছর থেকে তার
মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাবসহ কু-প্রস্তাব দেয়। আপন মিয়া
ভালো ছেলে না হওয়ায় বিষয়টি জানার পর মেয়েকে প্রায় ৩ মাস পূর্বে অন্যত্র বিয়ে দেয়।
প্রায় এক সপ্তাহ আগে আমার মেয়ে স্বামীর বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে
আসে। এমনিপর্যায়ে ঘটনার দিন গত ৫ আগস্ট দিবাগত রাতে আমার মেয়ে প্রকৃতির
ডাকে সাড়া দেওয়ার জন্য বাড়ির উঠানে এলে পূর্ব হইতে ওৎ পেতে থাকা আপন মিয়া তার
সঙ্গীয় ৩ জন অপরিচিত যুবকসহ তাকে জোরপূর্বক গাড়ীতে তুলে নিয়ে যায়। তিনি
আরও জানান তার মেয়ে অপহরণে স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির সাবুর প্রত্যক্ষ মদদ
রয়েছে। তিনি দ্রুত তার মেয়েকে উদ্ধারে প্রশাসনের নিকট দাবি জানান।
Leave a Reply