ফেরদৌস জয়;
গত ১০ আগষ্ট মঙ্গলবার গাইবান্ধা পলাশবাড়ির বৈরী হরিণমারী এলাকা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের হিরোইন পাচার কালে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
বুধবার সকালে র্যাব-১৩ এর রংপুর সদর দপ্তরে র্যাবের অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
র্যাব জানায়,করোনাকালীন সময়ে পরিবহন ব্যাবস্থা শিথিল থাকায় মাদক পরিবহনের জন্য পন্যবাহী গাড়িগুলোকেই ব্যাবহার করেছে মাদক কারবারিরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১৩ সিপিসি-৩ গাইবান্ধা কোম্পানী পলাশবাড়ীতে চেকপোস্ট স্থাপন করে পরে সন্দেহভাজন একটি পন্যবাহী ট্রাক তল্লাশী করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এসময় মাদক ব্যাবসার সাথে জড়িত আল আমিন (২২) এবং নয়ন (২০) নামের দুইজনকে গ্রেফতার করে। উভয়েই রাজশাহীর বাসিন্দা।
র্যাব আরো জানায়,রাজশাহী থেকে গাইবান্ধায় আসার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির কাছ থেকে বিভিন্ন কৌশলে চোখ ফাকি দিয়ে আসলেও অবশেষে র্যাবের জালে ধরা পরে।
র্যাবে অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস এক প্রশ্নের জবাবে বলেন,রংপুরে যে সকল মাদক ব্যাবসায়ী রয়েছে তাদের ধরতে গোপনে অনুসন্ধান চলছে। আমরা অতিসত্বর পুরো চক্রটিকে গ্রেফতার করবো।
র্যাবের প্রাথমিক জিগ্যাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা মাদক ব্যাবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।
আসামীদের বিরুদ্ধে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় র্যাব-১৩ বাদি হয়ে একটি মাদক মামলা রুজু করেছে।
Leave a Reply