ফেরদৌস জয়;
গত ২৮ জুলাই মোবাইল ফোনে গান শোনানোর প্রলোভন দেখিয়ে রংপুরের পীরগাছায় নিজ বাড়িতে ডেকে নিয়ে এক শিশুকে ধর্ষন করেছে তুষার ইমরান (১৮) নামের এক বখাটে।
শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে শিশুটিকে মুমুর্ষ অবস্থায় রেখে পালিয়ে যায় বখাটে তুষার ।
পরে শিশুটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর দায়িত্বরত ডাক্তার তাকে রংপুর মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠায়।
এ ঘটনায় পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বখাটে তুষার পালিয়ে যায়।
ধর্ষনের ঘটনাটি ধামা চাপা দিতে ভুক্তভোগীর পরিবারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
পরবর্তীতে ভুক্তভোগী শিশুটির বাবা গত ০৮ আগস্ট ২০২১ ইং তারিখে রংপুর জেলার পীরগাছা থানায় একটি এজাহার দায়ের করে।
এর পরেই র্যাব-১৩ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে ধর্ষন মামলার একমাত্র আসামীকে ১০ আগষ্ট গাইবান্ধা জেলার পূর্বপাড়া গ্রামের তার খালু রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।
র্যাব-১৩ সদর দপ্তরের অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন
Leave a Reply