ফেরদৌস জয়;
গত ১৩ আগস্ট ২০২১ গোপন সংবাদের ভিত্তিতে রাতে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন সৈয়দপুর শুটকীর মোড় থেকে অভিযান পরিচালনা করে মোঃ আশরাফুল হক (২৬), নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার ১৪ আগষ্ট সহকারী পরিচালক (মিডিয়া)
মু. আল আমিন সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি, এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ০৮ কেজি গাঁজা বিশেষ কায়দায় লুকানো অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশকিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
র্যাব আরো জানায়, তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় র্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply