মোঃ সাজু মিয়া
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
বিনম্র শ্রদ্ধায় শোক ও ভালোবাসায় সারাদেশের ন্যায় লালমনিরহাটের কালীগঞ্জে পালিত হয়েছে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করে থাকে এ দিনটি। তবে এবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।
রবিবার (১৫ আগস্ট) সকাল ৭ টায় কালীগঞ্জ কেইউপি স্কুল সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের পক্ষে পুস্পার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল মান্নান, সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ, ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নানা কর্মসূচীর পালন করেছে। আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, নিরবতা ও বিশেষ দোয়া করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। কালো পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, মহিলা আওয়ামী লীগের পতাকা উত্তোলন করেন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাজেদা জামান, যুবলীগের পতাকা উত্তোলন করেন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফি ও ছাত্রলীগের পতাকা উত্তোলন করেন ছাত্রলীগের মেলভিন।
Leave a Reply