সুজন আহম্মেদ, রংপুর প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট
ইউনিয়ন (টিসিইউ) ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ
দিনে চেয়ারম্যান, সেক্রেটারীসহ ৬টি পদে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল
করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, সেক্রেটারি পদে ৩ জন, ভাইস
চেয়ারম্যান পদে ২ জন, ট্রেজারার ২ জন, ডিরেক্টর পদে ৩ জন মনোনয়ন দাখিল
করেন।
মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন গতকাল মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত
করেছেন নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার
আবতাবুজ্জামান। চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন পাকুড়িয়া
শরিফ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন, পিএওয়াই
ফাজিল মাদ্রাসার আব্দুল খালেক, পঃ বিনবিনা আওলিয়ারহাট সপ্রাবি নওয়াব
আলী, সেক্রেটারি পদে পাকুড়িয়া শরিফ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী
শিক্ষক আহসান হাবীব, চিলাখাল সপ্রাবি সহকারী শিক্ষক শফিকুল ইসলাম,
আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মোত্তালিব, ট্রেজারার পদে
বাগপুর সপ্রাবি এর সহকারী শিক্ষক শামিম হোসেন, উত্তর পানাপুকুর
ওকরাবাড়ি দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মমিনুর রহমান, ডিরেক্টর ২টি পদে
ল²ীটারী শংকরদহ সপ্রাবি শিক্ষক আব্দুল জলিল, উত্তর পানাপুকুর গিরিয়ারপার
দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুর রউফ, ধামুর পূর্বপাড়া বহুমূখী উচ্চ
বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশোক কুমার রায়, ভাইস চেয়ারম্যান পদে ধামুর
পূর্বপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসানুর রহমান, উত্তর
পানাপুকুর গিরিয়ারপার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুন নবী।
তফসিল অনুযায়ী আগামী ২১ আগষ্ট মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে
প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ২৮ আগষ্ট প্রার্থীর চূড়ান্ত তালিকা
প্রকাশ করে প্রতীক বরাদ্দ ও ১০ সেপ্টেম্বর গঙ্গাচড়া মহিলা ডিগ্রি কলেজ
কেন্দ্রে সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
Leave a Reply