গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলায়
আসাদুল (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আসাদুল উপজেলার গজঘন্টা ইউনিয়নের
উমর গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে।
গত মঙ্গলবার রাতে তাকে গঙ্গাচড়া বাজার থেকে
আটক করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের দুটি মামলাসহ একাধিক মাদকের
মামলা রয়েছে বলে থানা পুলিশ জানায়।
মামলা সূত্রে জানা যায়, আসাদুল ইসলাম জুয়া ও নেশাগ্রস্থ ছাড়াও মাদকের ব্যবসা করে।
সে প্রায়ই তার স্ত্রী আনজেনা খাতুনকে যৌতুকের টাকার জন্য বেধরক মারপিট করে।
এমতাবস্থায় গত ১৭ আগস্ট আসাদুল পুনরায় স্ত্রী আনজেনাকে যৌতুকের টাকার জন্য
চাপ প্রয়োগ করে। এতে আনজেনা অস্বীকৃতি জানালে তাকে মারপিট করে বাড়ি
থেকে বেড় করে দেয়া হয়। ওই দিন রাতে আনজেনা খাতুন থানায় মামলা দায়ের করলে পুলিশ
অভিযুক্ত আসাদুলকে তাৎক্ষণিক আটক করে। আনজেনাকে বিয়ের পূর্বে সে আরও একটি
বিয়ে করেছিল। ওই স্ত্রীকেও সে যৌতুকসহ নানা কারণে মারপিট করে তাড়িয়ে দিয়েছে
বলে এলাকাবাসী জানায়।
আসাদুলের বিরুদ্ধে সকল অভিযোগের সত্যতা স্বীকার করে থানার ওসি সুশান্ত কুমার
সরকার বলেন, আসাদুলকে জিজ্ঞাসাবাদ শেষে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply