মোঃসইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সামগ্রী সহ ৮ জুয়ারীকে আটক করে ।
সাব-ইন্সপেক্টর প্রহল্লাদ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে আটোয়ারী থানার পুলিশ।
গত ১৭আগস্ট মঙ্গলবার মধ্যরাতে পর উপজেলা বলরাম পুর ইউনিয়ানে সাতখামার এলাকায় জৈনক করিম হাজির নির্মাণাধীন গুদামঘরে জুয়া খেলার সময় জোয়ার সামগ্রী। নগদ সাড়ে তিন হাজার টাকা ও৪টি মোবাইল ফোনসহ জুয়াড়িদের হাতেনাতে আটক করে আটোয়ারী থানার পুলিশ।
আটককৃতরা হলেন আটোয়ারী বলরামপুর ইউনিয়নের সাতখামার এলাকার (১নং)মৃত আব্বাস আলীর পুত্র মনজু রহমান(২৬), (২নং)মৃত শামসুল হকের পুত্র মোঃসালাম( ৩২),(৩নং)মোঃ আবুল কাশেম এর পুত্র মোঃ সুমন (৩০),(৪নং) এবং বগুড়া জেলার সোনাতলা উপজেলার সুজায়েতপুর এলাকার মোঃ বুলু ব্যাপারী পত্র মোঃ মিঠু (৩০),(৫নং)মৃত টুকু মন্ডল এর পুত্র মোঃমিঠু মন্ডল (৩৫),(৬নং) টুকু মন্ডলের পত্র মোঃ মিলন(৪২), (৭নং)মৃত মোজাম্মেলের পত্র মোঃ দেলোয়ার (৫০),(৮নং)মৃত ইসাহাক প্রমানিক এর পুত্র মাহাবুব রহমান।
এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন বলেন আজ ১৮আগস্ট সকালে আটককৃতদের সকলকে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত জড়িতদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭এর ৩/৪ধারায় এবং করোনা ভাইরাস সংক্রামন বিস্তার লাভের সম্ভাবনা রয়েছে জ্ঞাত সত্ত্বেও এরূপ বিদ্দােষপূর্ণ কাজ করার অপরাধে পেনাল কোড ২৭০/২৭১ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply