ফেরদ্দৌস জয়;
রংপুরের বেতগাড়ি হাটে ঈদকে সামনে রেখে মানুষের উপচে পরা ভিড় লক্ষ করা যাচ্ছে। যারা হাট করতে আসছেন তাদের সিংহভাগের মুখে নেই মাস্ক, নেই স্বাস্থবিধীমানার বালাই।এ বিষয়ে হাট কর্তৃপক্ষ নীরব ভূমিকা লক্ষ করা যাচ্ছে।
দিন দিন হুহু করে বাড়ছে করোনা সক্রামন, বাড়ছে মৃত্যহার। করোনা সংক্রমণ রোধে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ মে থেকে ১৬ মে পর্যন্ত একটি প্রজ্ঞাপনজারি করা হয়। তাতে বলা রয়েছে জনসমাবেশ হয় এ ধরনের কার্যক্রম বন্ধ রাখতে হবে এবং সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।
ঈদকে সামনে রেখে গরুর দাম বেড়েছে বলে অভিযোগ করে ক্রেতা সাধারন। তবে ব্যাবসায়ীরা বলেছেন দাম আগের মতই আছে।তবে ক্রেতা-বিক্রেতা উভয়ের অভিযোগ হাটে ইজারা আগের থেকে অনেক বেশী প্রতিটি গরু ক্রয়ে ব্যায় করতে হচ্ছে ৮০০ টাকা। এর মধ্যে রশিদ ক্রয় বাবদ ৫০০ টাকা আর চাঁদা নিচ্ছেন ৩০০ টাকা করে।
এ বিষয়ে হাট ইজারাদার মারুফের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি চাঁদা আদায়ের বিষয়টি এড়িয়ে যান।
Leave a Reply