1. jfjoy24@gmail.com : admin :
  2. wordpressdefaults@gmail.com : defaults :
মোহাজের সম্পত্তি হস্তান্তর যোগ্য নয় - দুর্যোগ ব্যবস্থাপনা  মহাপরিচালক আতিকুল হক | তিস্তা সংবাদ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পীরগাছায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াতে আ.লীগের নির্দেশনা মেরিনা তাবাশ্যুম: টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ১৭ মামলার আসামি ধরা আরব আমিরাতের মানুষ ৭৫ বছরে এমন বৃষ্টি দেখেনি ভারতে নির্বাচনের জন্য আগামী ১৭-১৯ এপ্রিল ফুলবাড়ী ও চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন বন্ধ অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে পদক্ষেপের ঘোষণা তথ্য প্রতিমন্ত্রীর উপজেলা নির্বাচন: এমপি-মন্ত্রীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাবা চড় মেরেছিলেন রেগে, দেয়ালে মাথা লেগেই শিশুটিকে বাঁচানো গেলোনা পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৭জনের মনোনয়নপত্র দাখিল

মোহাজের সম্পত্তি হস্তান্তর যোগ্য নয় – দুর্যোগ ব্যবস্থাপনা  মহাপরিচালক আতিকুল হক

প্রতিনিধি
  • আপডেট বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৫১

 

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
মোহাজের সম্পত্তি হস্তান্তর যোগ্য নয়, মোহাজেরদের পুর্ণবাসনে সরকার যখন মোহাজেরদের সম্পত্তি বন্দোবস্ত দিয়েছিল তখন সেখানে কিছু শর্ত দেয়া ছিল। সেই সব শর্তে মোহাজেররা বরাদ্দকৃত সম্পত্তি হস্তান্তর করতে পারবে না।

কেউ বুঝে বা না বুঝে ওই সম্পত্তি যদি স্ট্যামমুলে বা অন্যপন্থায় নিয়ে থাকে তাহলে সে ওই সম্পত্তির মালিক হবে না। তার নামে রের্কড হওয়ার সুযোগ নেই। এখনও নিয়মিতভাবে ওই জমির খাজনা সরকার পরিশোধ করে আসছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রত্যন্ত পল্লী চৈত্রকোল ইউনিয়নের অনন্তরামপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ”পীরগঞ্জে মোহাজের পরিবার পুনর্বাসনের লক্ষ্যে ক্রয়কৃত/অধিগ্রহণকৃত সম্পত্তির হালনাগাদ তথ্য সংক্রান্ত প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক এসব কথা বলেন।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়ের সভাপতিত্বে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, চৈত্রকোল ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ বক্তৃতা করেন।
এ সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ-পরিচালক মাহবুবার রহমান, রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রায়হান কবির, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আকতারুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দীন ভূঞা জনী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা শাহজাহান মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাস্টার, ভেন্ডাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম, টুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল, কাবিলপুর ইউনিয়নের চেযারম্যান রবিউল ইসলাম রবি, চতরা ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক শাহীন উপস্থিত ছিলেন।

ডিজি বলেন, জনকল্যান মুলক প্রতিষ্ঠান যেগুলো মোহাজের সম্পত্তিতে রয়েছে সেগুলো থাকবে। কিন্তু অবৈধ ভাবে দখল করে মোহাজের সম্পত্তি ভোগদখল করা যাবে না।
তিনি বলেন, সারা বাংলাদেশে ৪৬ হাজার একর মোহাজের সম্পত্তি রয়েছে, রংপুর ও দিনাজপুরে সর্বোচ্চ সংখ্যক জমি রয়েছে। , শেখ হাসিনা সরকার জনগণেশ সরকার মোহাজের সম্পত্তি সুষ্ঠুভাবে কল্যাণমুলক কাজে ব্যবহৃতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার।
প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে, উপজেলার চৈত্রকোল, শাল্টি, ছিলিমপুর, অনন্তরামপুর, বাসুদেবপুর ও হরনাথপুরে মৌজায় ৫টি খতিয়ানে ৮৭৩.২৪ একর মোহাজের সম্পত্তি রয়েছে। এর মধ্যে ১২০০জন ভোগদখলকারী থাকলেও মুল এ্যালোটি রয়েছে ৩০০জন। বাকী ৯০০জন মুল এ্যালোটির নিকট থেকে হস্তান্তর করে অবৈধ ভোগদখলকারী।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

এই বিভাগের আরো খবর
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | তিস্তা সংবাদ.কম
Theme Customization By NewsSun