1. jfjoy24@gmail.com : admin :
  2. wordpressdefaults@gmail.com : defaults :
ভাঙনরোধে স্কাউটদের বালুব্যাগ ভরাট | তিস্তা সংবাদ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

ভাঙনরোধে স্কাউটদের বালুব্যাগ ভরাট

প্রতিনিধি
  • আপডেট রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১২৮

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলাধীন মোগলহাট ইউনিয়নের চরফলিমারীর (স্কাউট চর) নদীভাঙ্গন রোধকল্পে লালমনিরহাট সদর উপজেলা ও জেলা রোভারের ৩২ জন স্কাউট, রোভার স্কাউট ও স্কাউটার ২১ আগষ্ট ২০২১ দিনব্যাপী বালুভর্তি জিও ব্যাগ স্থাপন কার্যক্রমে অংশ নেয়। ঢাকার ক্রিষ্টাল ওপেন স্কাউট গ্রুপের সহযোগিতায় মানব সেবায় দীক্ষিত স্কাউট সদস্যরা স্বেচ্ছাশ্রমে বালু সংগ্রহ ও জিও ব্যাগে ভরে কাঁধে বহন করে ভাঙনপ্রবণ স্থানে ফেলে ভাঙনরোধে চেষ্টা করে।

এ দলের লিডার ও লালমনিরহাট সদর উপজেলা স্কাউটসের সম্পাদক রাশেদুল আলম প্রামাণিক বলেন ” ভাঙনরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করলে স্কাউট চরটি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে”।

উল্লেখ্য, লালমনিরহাটের এ দুর্গম চরে বেশ কয়েক বছর যাবৎ ঢাকার ক্রিষ্টাল ওপেন স্কাউট গ্রুপ একটি বিদ্যালয় স্থাপনসহ চরে বসবাসকারী দুইশত পঞ্চাশটির অধিক পরিবারের জীবনমান উন্নয়নে স্থানীয় স্কাউটদের সহযোগিতায় নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে চলছে।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

এই বিভাগের আরো খবর
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | তিস্তা সংবাদ.কম
Theme Customization By NewsSun