1. jfjoy24@gmail.com : admin :
  2. wordpressdefaults@gmail.com : defaults :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রনি বাঁচতে চায় | তিস্তা সংবাদ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রনি বাঁচতে চায়

প্রতিনিধি
  • আপডেট সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২২৭

 

ফেরদৌস জয়;

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভ্যাটেরিনারী এন্ড এনিমেল সাইন্সের ২য় বর্ষের মেধাবী ছাত্র রহিদুল ইসলাম রনি (লিউকেমিয়া) ব্লাড ক্যান্সারে আক্রান্ত।

ডাক্তার জানিয়েছে রনিকে সুস্থ করে তুলতে প্রায় ৪০ লক্ষ টাকার প্রয়োজন যা এই কৃষক বাবার পক্ষে জোগাড়  করা একেবারেই অসম্ভব।

গত ২৫ জুলাই তার শরীরে প্রথম এ ব্যাধি ধরা পরে। থমকে দাড়ায় রনির জীবন।সুন্দর এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে এটা ভাবতেই শিউরে ওঠে রনি।

রনির বয়স মাত্র ২২ বছর, এত কম বয়সে ব্লাড ক্যান্সার যেন দুঃসপ্নের মত।তিন ভাই বোনের মধ্যে সবার বড় সে।রংপুর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের পশুরাম চিলার ঝাড় এলাকার বাসিন্দা।

রনির বাবা আব্দুর রহমানের স্বপ্ন ছিল ছেলেকে লেখাপড়া করিয়ে অভাবের সংসারে কিছুটা আলোর মুখ দেখবে।
কিন্তু সে বাবাই এখন অন্যের দুয়ারে গিয়ে সাহায্য চাইছে।

রনির মা রওশন আরা বলেন,সমাজের বিত্তবানদের প্রতি আমার অনুরোধ, আমার ছেলেটাকে বাচাতে এগিয়ে আসুন।চোখের সামনে নিজের ছেলের মৃত্যু দেখার সাহস আমার নেই।

রনির বাবা আব্দুর রহমান বলেন,আমি সবার কাছে হাত জোড় করে সাহায্য চাচ্ছি।দয়া করে সবাই এগিয়ে আসুন।

রনি বলেন,আমি বাচঁতে চাই।(এ কথাটি বলেই অঝোরে কাঁদতে থাকে সে) আমি জানি সমাজে অনেক ভালো মানুষ আছে।সবাই একটু করে এগিয়ে আসলেই আমি বেঁচে যেতে পারি।আমার খুব কষ্ট হচ্ছে।আমার প্রতি দয়া করুন।

রনিকে সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বিকাশ-
তথ্যের জন্য যোগাযোগ-শাহরিয়ার মিম 018333348222

+8801307729255(নাঈম)
রকেট-
+8801307729255-7(নাঈম)
নগদ-
+8801307729255(নাঈম)
ইসলামী ব্যাংক লিমিটেড
A/C No:20501170204000809
Name: MD. Jannatun Naim
Branch: Rangpur

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

এই বিভাগের আরো খবর
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | তিস্তা সংবাদ.কম
Theme Customization By NewsSun