শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:১৪ অপরাহ্ন

পীরগঞ্জে প্রতিপক্ষের বাড়ীতে হামলা ও ভাংচুর

পীরগঞ্জে প্রতিপক্ষের বাড়ীতে হামলা ও ভাংচুর

পীরগঞ্জ(রংপুর) :
রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ীতে হামলা, ভাংচুর ও অর্থ লুটের ঘটনা ঘটেছে । এ ঘটনা ঘটে সোমবার উপজেলার নন্দরাম ফতেপুর গ্রামে ।

অভিযোগে জানা গেছে, উক্ত গ্রামের মৃত্যু দেলোয়ার হোসেনের পুত্র আজাহার আলী পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে এক খন্ড জমিতে ঘর নির্মান পুর্বক দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন ।

উক্ত জমি নিয়ে একই গ্রামের কোব্বাদ আলীর পুত্র মোহাম্মদ আলী সহ ক’জনের সঙ্গে বিরোধ চলে আসছে এবং মোহাম্মদ আলীর লোকজন জমিটি দখলের পায়তারা করে । এরি অংশ হিসেবে সোমবার সকালে প্রতিপক্ষ মোহাম্মদ আলী সহ ক’জন লাঠি সোঠা ও দেশীয় ধারালো নিয়ে আজাহার এর বাড়ীতে হামলা করে ঘর ও ঘরের আসবাব ভাংচুর করে ।

সে সঙ্গে প্রতিপক্ষরা আজাহারের ঘরের ষ্টিলের বাক্স ভেঙ্গে প্রায় দেড় লাখ টাকাও নিয়ে যায় । এ সময় আজাহার ও তার বৃদ্ধা মা বাঁধা দেয়ার চেষ্টা করলে প্রতিপক্ষরা তাদেরও ব্যাপক প্রহার ও আজাহারকে ধারালো অস্ত্রাঘাতে আহত করে ।

এ ব্যাপারে আজাহার পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে পীরগঞ্জ থানার এস আই সাদ্দাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 teestasangbad.com
Developed BY Rafi It Solution