সুজন আহম্মেদ, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর ভাঙন এলাকা পরিদর্শন শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি। তিনি গতকাল শনিবার তিস্তার ভাঙন কবলিত এলাকা কোলকোন্দ ইউনিয়নের সাউদপাড়ায় ভাঙন এলাকা পরিদর্শন শেষে বন্যা কবলিত ৩’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পরে সাউদপাড়া ইসলামিয়া বহুমুখী আলিম মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, কোলকোন্দ ইউপি চেয়ারম্যান সোহারাব আলী রাজু প্রমুখ। এসময় জেলা জাতীয় পার্টি’র হাজী আব্দুর রাজ্জাক, মহনগর যুব সংহতি সভাপতি শাহিন হোসেন জাকির, গজঘন্টা ইউনিয়ন চেয়ারম্যান ও জাপা সভাপতি আজিজুল ইসলাম, লক্ষীটারী ইউনিয়ন চেয়ারম্যান ও জাপা’ সভাপতি আব্দুল্লাহ আল হাদীসহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply