1. jfjoy24@gmail.com : admin :
  2. wordpressdefaults@gmail.com : defaults :
কালীগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন ডিসি | তিস্তা সংবাদ
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশের সঙ্গে সংঘর্ষে রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী নি*হত পুলিশ–ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে কোটা আন্দোলনকারী বেরোবির এক শিক্ষার্থী নিহ*ত রংপুরে জেলা যুবলীগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত রংপুর সদর দলিল লেখক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত রংপুরে প্রবাস বন্ধু ফোরামের ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত এবার জিআই পণ্য হিসেবে নিবন্ধনে সুন্দরবনের মধু রমেকে ভিন্ন গ্রুপের রক্ত দেয়া সেই ফাতেমার মৃ*ত্যু পীরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে থানার এস আই আনিছুর রহমান কে বিদায় সংবর্ধনা ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান সৎ বাজার এরশাদ মার্কেটের দোকানদারদের পক্ষে অবহিতকরণ ও মানববন্ধন

কালীগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন ডিসি

প্রতিনিধি
  • আপডেট রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৪৮

মোঃ সাজু মিয়া
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বন্যাকবলিত এলাকা নৌকায় চড়ে পরিদর্শন করলেন লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর। এসময় তিনি বন্যাকবলিত এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা শুনলেন এবং আশস্ত করলেন।

 

জানা যায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় বন্যার পানিতে মানুষ বন্দি হয়ে আছেন। কিন্তু গত দু-মাস ধরে পানি বন্দি হয়ে আছেন উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ী এলাকা। এই এলাকার বন্যার্তদের অভিযোগের যেন শেষ নেই। বিশুদ্ধ পানি, গোখাদ্য, শিশু খাদ্যসহ সকল সংকটের মধ্য দিয়ে চলছে তাদের মানবেতর জীবনযাপন।

 

শনিবার (২৮ আগস্ট) বিকালে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) আবুজাফর। তিনি ৩ ঘন্টা ধরে নৌকা যোগে পানি বন্দি মানুষের খোঁজখবর নিয়েছেন। তিনি উপলব্ধি করেছেন বন্যাকবলিত মানুষগুলোর দুঃখ দুর্দশা।পরিদর্শন শেষে পানি বন্দি পরিবারগুলো জেলা প্রশাসক মহোদয়কে ঘিরে ধরেন।

জেলা প্রশাসক (ডিসি)  তাদের কাছে জানতে চাইলে উপস্থিত পানি বন্দি মানুষগুলো বলেন, আমরা ১০ কেজি চালের ভিক্ষারী না। আমরা স্থায়ী বাঁধ চাই। বাঁধ হলে আমরা জমি চাষাবাদ করে খেয়ে বাঁচতে পারবো । ভুক্তভোগীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

পানিবন্দী এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ,কাকিনা ইউপি চেয়ারম্যান শহিদুল হক শহীদ, ইউপি সদস্য ইয়াকুব আলী ও শফিকুল ইসলাম সফি।

বন্যাকবলিত এলাকার আব্দুল আযাদ(৫২), তাহেরুল মিয়া(৩৫),দুলু মন্সি(৬০)কহিনুর বেওয়া (৬০) ও মোসলেমা বেগম(৫৫) এর সঙ্গে কথা হলে তারা জানান, ২ মাস ধরে পানিতে বন্দি আছি কেউ হামাক দ্যাখপার আসিল না তোমরা ছবি তুলি কি করমেন। পরবর্তিতে সাংবাদিক পরিচয় পেলে তারা ভাল করে ছবি তুলতে বলেন।

 

এসময় জানতে চাইলে তারা বলেন, গত দুমাস পানিতে বন্দি থাকার পর গত বৃহস্পতিবার ১০ কেজি করে চাল পেয়েছি। সেই চাল বাড়ীতে নিয়ে গিয়ে মাপযোগ করে দেখি ৮ কেজি। তারা আরো বলেন, আমরা ১০ কেজি চালের ভিক্ষারী না।আমরা চাই চিরস্থায়ী একটা বাঁধ নির্মাণ । বাঁধ নির্মাণ হলে আমরা কর্ম করে নিজের পরিবার নিয়ে বাঁচতে পারবো।

 

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

এই বিভাগের আরো খবর
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | তিস্তা সংবাদ.কম
Theme Customization By NewsSun