ঘাঘট নদীর পানিতে ডুবে জয়নাল আবেদীন (৬৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মোসবার উপজেলার আলমবিদিতর ইউনিয়নের মৃত জয়নাল আবেদিন নগরবন্ধ গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জয়নাল আবেদীন কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় তিনি ঘাঘট নদী সাঁতরিয়ে অপর পাড়ের জমিতে কাজ করতে যাচ্ছিলেন। মাঝ নদীতে ডুবে গেলে তিনি ডুবে যান। উপস্থিত লোকেরা ঘটনাটি দেখতে পেয়ে তাকে খুঁজতে থাকেন। পরে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডুবুরি দল তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার নাসিম রেজা নীলু বলেন, ২ ঘন্টা অভিযান চালিয়ে জয়নাল আবেদিনকে মৃত্য অবস্থায় উদ্ধার করা হয়।আলমবিদিতর ইউপি চেয়ারম্যান আফতাবুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাঁতরিয়ে ঘাঘট নদ পেরিয়ে কাজে যাওয়ার সময় পানিতে ডুবে মারা তিনি মারা যান।
Leave a Reply