শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:১৩ অপরাহ্ন

আটোয়ারীতে ডেকোরেটের মালিক সমবায় সমিতির বার্ষিক পূনর্মিলন

আটোয়ারীতে ডেকোরেটের মালিক সমবায় সমিতির বার্ষিক পূনর্মিলন

 

মোঃ সইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে ডেকোরেট মালিক সমবায় সমিতির বার্ষিক পুনর্মিলন ও আলোচনা সভা ।

আজ( মঙ্গলবার ৩১ আগস্ট )সকাল থেকে আটোয়ারী উপজেলা মাহী পেট্রোল পাম্প সংলঙ্গ রাস্তার পশ্চিম পাশে আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন , মোঃ আব্দুল খালেক । আরো উপস্থিত ছিলেন, ডেকোরেটর মালিক সমবায় সমিতির সভাপতি, আবু হোসেন সাঈদ, মোঃ জামাল হোসেন সহ-সভাপতি, কল্যাণ চন্দ্র সত্য, মোঃ সইনুল রহমান আকাশ,মোঃ আরিফুল ইসলাম, মোঃ আব্দুল গফুর, মোঃ সালাম, মোঃ তারেক, আবু খায়ের।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলার ৬ ইউনিয়নের ডেকোরেটর মালিক সদস্য গণ।

উক্ত আলোচনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, আটোয়ারী ডেকোরেটর মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ চন্দ্র সত্য তিনি বলেন , করোনা ভাইরাসের কারণে আমাদের ব্যবসা বন্ধ থাকায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত শিকার হয়েছি ব্যাপারে বর্তমান সরকারের কোনো আর্থিক সহযোগিতা পায়নি এ ব্যাপারে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি স্মরণীয় জমা প্রদান করা হয়েছিল কিন্ত সেখান থেকে আমরা কোন অনুদান পায় নি।

আলোচনার শেষে বনভোজন ও লটারির মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আটোয়ারী উপজেলা ডেকোরেটর মালিক সমবায় সমিতির অঙ্গ সংগঠনের সদস্য গণ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 teestasangbad.com
Developed BY Rafi It Solution