রংপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। বুধবার(১৩ মে) স্বানাপ রচিমহা ও নার্সিং প্রশাসন রচিমহার আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে বর্ণাঢ্য র্যালী, ও মেডিসিন বিভাগ,গাইনী বিভাগ, সার্জারী বিভাগের সমন্বয়ে রোগীদের জন্য স্বাস্হ্য সেবা সপ্তাহের আয়োজন করা হয়।
বর্ণাঢ্য র্যালীর উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রচিমহার পরিচালক ডাঃ রেজাউল করিম, উপ পরিচালক ডাঃ আবদুল মোকাদ্দেম, সহকারী পরিচালক প্রশাসন ডাঃ মোস্তফা জামান চৌধুরী,
নার্সিং সুপার মোসলেমা খাতুন, ডেপুটি নার্সিং সুপার মোছাঃ রওশন আরা বেগম, স্বানাপ রচিমহা সভাপতি মোঃ ফোরকান আলী , সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (কামাল), নার্সিং সুপারভাইজার মোঃ আতাউর রহমার মন্ডলসহ অন্যান্য নার্সিং সুপারভাইজার, ওয়ার্ড ইনচার্জসহ সকল স্তরের নার্সিং কর্মকর্তা এবং স্বানাপ রচিমহার অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply