মোঃ সইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে শ্রী মনষা (৩০)নামে এক অটো চালকের মর্মান্তিক মৃত্যু।
আজ রবিবার( ৫ সেপ্টেম্বর) সকালে আটোয়ারী উপজেলা ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর গ্রামে রসিয়া পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
সংবাদ পেয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিনের নির্দেশনা।
দায়িত্বে থাকো সাব-ইন্সপেক্টর দীপেন্দ্রনাথ ও এএসআই অমৃত , ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিদ্যুৎ স্পৃষ্টে
হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৈনিক তিস্তা সংবাদ প্রতিবেদক কে বিষয়টি জানান ।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার ৪সেপ্টেম্বর) রাতে শ্রী বীরেন এর পুত্র শ্রী মনষা অটো উক্ত গাড়িটি চার্জে দে। আজ রবিবার সকালে শ্রী মনষার ৫বছরের ছোট্ট ছেলে আপন গাড়িতে হাত রাখলে ছিটকে পড়ে যায়।
শ্রী মনষা তার ছেলে আপন কে বাঁচাতে গিয়ে গাড়িতে আটকে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
পরে পরিবারের লোকজন কারেন্টের সংযোগ বন্ধ করে মনষার মৃতদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, মনষা গত ৩ বছর ধরে অটো গাড়ি চালায় তাই তাঁর গাড়ির চার্জার পুরাতন হয়ে যাওয়ার কারণে চার্জার কেবল লিগ থাকার কারণে অটো গাড়িতে লেগে বডি হয় সে কারণে তার মৃত্যু হয়েছে।
মৃত মনষার বাবা শ্রী বীরেন্দ্রনাথ বলেন, বিদ্যুতের তার স্পৃষ্টে হয়ে ছেলের মৃত্যুর কারণ এই বিষয়ে আমার কারো প্রতি কোন অভিযোগ নাই।
সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আটোয়ারী আলোয়াখোয়া ৩ নং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রদীপ কুমার ,ইউপি সদস্য মোঃ নাসির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply