মিনহাজ পারভেজ পাটগ্রাম লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সপ্তাহের কাছাকাছি সময় যাবত অনশন করছেন কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। তবে বাড়ি ছেড়ে পালিয়েছে প্রেমিক আনিছুর রহমান লেলিন। ঘটনাটি ঘটেছে পাটগ্রাম উপজেলার সোহাগপুর-বাংলাবাড়ি এলাকায়।
অনশনকারী ছাত্রীর পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর সঙ্গে সোহাগপুর-বাংলাবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে আনিছুর রহমান লেলিনের সাথে দীর্ঘ সময় ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের একপর্যায়ে তারা মাঝে মধ্যে দেখা-সাক্ষাৎ করতো। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক লেলিন ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। অনশনকারী কলেজছাত্রী জানান, আমার সহজ সরলতার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে আনিছুর আমার সব শেষ করে দিয়েছে। বাড়িতে ডেকে এনে সে এখন পালিয়েছে। হয় বিয়ে না হয় আত্মহত্যা ছাড়া এখন আমার আর কোনো পথ নেই।
এ ঘটনায় ছেলের বাবা অভিযোগ করেছেন, আমার অসুস্থতার সুযোগ নিয়ে বাড়িতে জোর করে ঐ মেয়েকে ঢুকিয়ে দিয়েছে এলাকার কিছু লোক। তিনি আরও জানান আমার ছেলে বাড়িতে নেই,আর আমার ছেলে যদি বিয়ে করে তাহলে আমার কিছু করার নেই। ঘটনার পর থেকেই অভিযুক্ত লেলিনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
এদিকে সরেজমিনে দেখা গেছে বিয়ের দাবিতে তরুণীর অনশনের ঘটনায় এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার একাধিক বাসিন্দা জানান ঘটনার পর থেকেই জনপ্রতিনিধি এবং এলাকাবাসীরা বিষয়টির সমাধানের চেষ্টা করে যাচ্ছেন কিন্তু দু’পক্ষের মধ্যে সমাধানের কোনো আগ্ৰহ নেই । গ্ৰাম্য ভাষায় দুই পক্ষের লোকদের গ্ৰেড ফালতু বলে সম্বোধন করেছেন ঐ এলাকার একাধিক বাসিন্দা।
এ ঘটনায় পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) উমর ফারুক জানান, দু’পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্ৰহন করা হবে।
Leave a Reply