ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপারে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। মঙ্গলবার (১১ মে) সকাল ৬টা থেকে বুধবার (১২ মে) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ৫২ হাজার যানবাহন পারাপার করেছে। এর আগে গত বছর ঈদযাত্রায় সর্বোচ্চ ৩৩ হাজার যানবাহন পারাপার হয়। আর এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৩ লাখ ৮ হাজার ৭৩০ টাকা, যা গত ২৪ ঘণ্টার চেয়ে তুলনামূলক অনেক বেশি।
এর আগে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) ৪১ হাজার ৬২৫টি গাড়ি সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। আর অতিরিক্ত গাড়ির চাপে বর্তমানে এলেঙ্গা থেকে করোটিয়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় খণ্ডখণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। আবার কখনও কখনও ধীর গতিতে যানবাহন চলাচল করছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, প্রতিদিনই সেতুতে টোল আদায় বাড়ছে। তবে তুলনামূলক বাসের পারাপার ছিল কম। আজ সকাল থেকেই প্রচুর গাড়ি সেতু পার হচ্ছে।
এ ছাড়া সরকারের ঘরে থাকার বিধিনিষেধ মানছে না সাধারণ মানুষ ও দূরপাল্লার গণপরিবহনগুলো। করোনাভাইরাসের ঝুঁকি নিয়েই ঈদে ঘরে ফিরছে মানুষ। দূরপাল্লার গণপরিবহন ছাড়াও পণ্যবাহী ট্রাক, খালি ট্রাক, খোলা পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশাযোগে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন তারা।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে গাড়ির ব্যাপক চাপ রয়েছে। তবে গাড়ি কোথাও থেমে নেই। ৫ কিলোমিটার গতিতে সড়কে যানবাহন চলাচল করছে।
Leave a Reply