ফেরদৌস জয়;
দিনাজপুর জেলার জয়পুর ইউনিয়নের চিলাপাড়া গ্রামের বাসিন্দা কামরুজ্জামান (৫০) মানসিক ভারসাম্যহীন ।
গত ০৭ সেপ্টেম্বর নিজ বাসা থেকে গোসলের জন্য বের হয়ে যান কামরুজ্জামান। দিক-বিদিক হরিয়ে রংপুরের বুড়িরহাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ব্যাটারী চালিত অটো রিক্সার সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হরিয়ে ফেলেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কারায়।
এসময় পশুরাম থানায় দায়িত্বরত এস আই হাবিবুর রহমান বিষয়টি জানতে পেরে নিজ খরচে তাকে রংপুর মেডিকেলে চিকিৎসা করান।
এছাড়াও প্রায় ২৪ ঘন্টা নির্ঘুম রাত পার করে তার পরিবারের খোঁজ করেন তিনি।
পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পি বি আই) এর সহোযোগীতায় রংপুর মেট্রোপলিটন পশুরাম থানা তথ্য প্রযুক্তি ব্যাবহার করে আহত কামরুজ্জামানের পরিচয় বের করে।
আজ ১২ সেপ্টেম্বর শনিবার কামরুজ্জামানের আত্বীয় শাপলা বেগম,তানিয়া আক্তার,মন্জুরুল হক,বাচ্চু সরকার পশুরাম থানায় এসে পরিচয় নিশ্চিত করে।
পরে রংপুর মেট্রোপলিটন পশুরাম থানা পুলিশ আহত কামরুজ্জামানকে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
কামরুজ্জামানের ভাতিজি তানিয়া বলেন,আমার চাচাকে অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছিলাম না। এসময় এস আই হাবিবুব স্যার আমাদের মুঠোফোনে চাচার অবস্থানের কথা জানান।
এস আই হাবিবুর রহমান স্যার মানবতার এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
পুলিশ আসলেই মানুষের বন্ধু সেটি আজ বুঝতে পারলাম।এস আই হাবিব সহ পশুরাম থানার সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানাই।
Leave a Reply