1. jfjoy24@gmail.com : admin :
  2. wordpressdefaults@gmail.com : defaults :
রংপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষভ মিছিল | তিস্তা সংবাদ
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশের সঙ্গে সংঘর্ষে রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী নি*হত পুলিশ–ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে কোটা আন্দোলনকারী বেরোবির এক শিক্ষার্থী নিহ*ত রংপুরে জেলা যুবলীগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত রংপুর সদর দলিল লেখক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত রংপুরে প্রবাস বন্ধু ফোরামের ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত এবার জিআই পণ্য হিসেবে নিবন্ধনে সুন্দরবনের মধু রমেকে ভিন্ন গ্রুপের রক্ত দেয়া সেই ফাতেমার মৃ*ত্যু পীরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে থানার এস আই আনিছুর রহমান কে বিদায় সংবর্ধনা ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান সৎ বাজার এরশাদ মার্কেটের দোকানদারদের পক্ষে অবহিতকরণ ও মানববন্ধন

রংপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষভ মিছিল

প্রতিনিধি
  • আপডেট মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫১

 

ফেরদৌস জয়;

রংপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রংপুর জেলা কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।

গত ১৯সেপ্টেম্বর ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশন,বাংলাদেশ (আইইবি) নির্বাহী কমিটির ৭২৩তম সভায় ডিপ্লোমা প্রকৌশলীদের নামের সামনে প্রকৌশলী পদবীর বৈধতা এবং উপ সহকারী প্রকৌশলী পদবি পরিবর্তনের বিষয়ে আলোচনার বিরোধিতাই এ বিক্ষভের মূল উদ্দেশ্য বলে জানান প্রকৌশলীরা।

মঙ্গলবার বেলা এগারোটায় রংপুর জেলা শিক্ষা অফিস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে রংপুর পলিটেকনিক সহ রংপুরের সকল সরকারী-বে সরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

এছাড়াও বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তারা মিছিলে অংশগ্রহণ করে তাদের দাবি উপস্থাপন করেন।

ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি সমূহ হল;

১.একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত চলমান চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে কমিয়ে তিন বছরে রূপান্তরের সিন্ধান্ত বাতিল করতে হবে।

২.প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড(বিএনবিসি)-২০২০ ও ঢাকা ইমারত নির্মান বিধিমালা-২০০৮ এর ধারা সংশোধন করে গেজেট প্রকাশ করতে হবে।

৩.ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান,পদোন্নতির কোটা ৫০%শতাংশ এ উন্নীতকরণ,সরকারি,আধা সরকারি,স্বায়ত্বশাসিত সংস্থা,পেট্রোবাংলা ও বিদুৎ বিভাগের কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুযায়ী অর্গানোগ্রাম প্রনয়ন,বিদুৎ কোম্পানিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান এবং প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নূন্যতম বেতন ও পদবী নির্ধারণ করতে হবে।

৪.পলিটেকনিক ও টিএসসিতে শিক্ষক স্বল্পতা,শ্রেনীকক্ষ,ল্যাব,ওয়ার্কশপ সংকটের সমাধান সহ পলিটেকনিক,টিএসসি,এসএসসি(ভোক) ও টি এসসি শিক্ষাদের পদোন্নতি,দ্বিতীয় শিফটের সম্মানীভাতা প্রদান,STEP শিক্ষাদের নিয়মিতকরণ ও বেতন ভাতা প্রদান শিক্ষার্থীদের বৃত্তি এবং ২৯টি ইমাজিং টেকনোলজির বেকার ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থানের ব্যাবস্থা করতে হবে।

এসময় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রংপুর জেলা কমিটির সদস্য সচিব ফাইজুল ইসলাম রাজু বক্তব্যে বলেন,ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ডিগ্রী ইঞ্জিনিয়ারদের সংগঠন আইইবি যে ষড়যন্ত্র চালাচ্ছে সেটার তিব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।আমাদের চার দফা দাবি সরকারকে গ্রহন করার অনুরোধ করছি।

এছাড়াও বিক্ষভ মিছিলে আরো বক্তব্য প্রদান করেন,আইভিইবির রংপুর জেলার সাধারণ সম্পাদক আব্দুল আলী,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (রংপুর অঞ্চল) ও সভাপতি মাহবুবার রহমান এবং সমাপনী বক্তব্য রাখেন সংগ্রামী পরিষদের আহবায়ক সাইফুর রহমান।

উল্লেখ্য, একসপ্তাহ আগে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ চার দফা দাবি উপস্থাপন করে রংপুর জেলা প্রসাশককে স্বারক লিপি প্রদান করে।

 

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

এই বিভাগের আরো খবর
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | তিস্তা সংবাদ.কম
Theme Customization By NewsSun