সেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন সেচ্ছায় রক্তদান প্রজেক্ট “স্বপ্ন ছুঁই ব্লাড ব্যাংকের রংপুর শাখার কমিটি গঠন করা হয়েছে।
১০ সদস্য বিশিষ্ট কমিটিতে বনি প্রামাণিক সভাপতি ও তন্ময় বর্মন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ দুপুরে স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি মোঃ মেহেদী হাসান রাব্বি ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের স্বাক্ষরিক প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ ওয়াহেদুর রহমান অয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ হোসাইন আহমেদ, প্রচার সম্পাদক মাকসুদা আক্তার বেবি, দপ্তর সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ সুবর্ন কুমার বর্মন, তথ্য ও গবেষণা সম্পাদক হয়েছেন সুমাইয়া আহমেদ।
উক্ত কমিটিতে কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে মোঃ মাইদুল ইসলাম ও সহঃসমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে মোঃ আলমগীর হোসাইনকে।
এ সম্পর্কে নব নির্বাচিত সভাপতি বনি প্রামাণিক বলেন, স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন মানবসেবা ও সমাজ উন্নয়ন মুলক কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে।আমাকে সেচ্ছায় রক্তদান প্রজেক্ট এর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিক ভাবে পালনের চেষ্টা করবো।নবনির্বাচিত সাধারণ সম্পাদক তন্ময় বর্মন বলেন,রংপুরে অনেক অসুস্থ মানুষের রক্তের প্রয়োজন হয়।আমরা তাদের পাশে থেকে সহোযোগিতা করতে চাই।সেই সাথে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
উল্লেখ্য করোনায় ফ্রি টেলিমেডিসিন সেবা,রক্তদান কর্মসূচি, চিকিৎসা সেবা ও নানা মুখী সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন।
Leave a Reply