মোঃসইনুল রহমান আকাশ, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড় জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে পঞ্চগড় জেলা শাখা ছাত্রলীগের সভাপতি আবু মো: নোমান হাসান এবং সাধারণ সম্পাদক মো: সাদমান সাকিব পাটোয়ারী প্লাবনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে সকাল ৯টায় পঞ্চগড় দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিলে শুভ শুভ শুভ দিন শেখ হাসিনার জন্মদিন ইত্যাদি স্লোগানে দিতে থাকে। এ সময় শেখ হাসিনার ছবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন।
সবাইকে প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন বলেন, মহান অভিভাবকের জন্মদিনের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার নিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে আমরা গর্বিত।
এ বিষয়ে পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি, আবু মো: নোমান হাসান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগের অহংকার।
তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের একটি অনন্য পর্যায়ে পৌঁছেছে। আমরা এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসাবে আজকে আমি এবং আমার সংগঠনের খুশির দিন।
জননেত্রী শেখ হাসিনার অর্জনকে জাতির সামনে আরও বেশি বেশি তুলে ধরা উচিত। এছাড়াও, জন্মদিন উপলক্ষে বাদ জোহরে পঞ্চগড় শহরের পার্শ্ববর্তী বিভিন্ন মাদ্রাসার এতিমদের মাঝে খাবার বিতরণ এবং দোয়া করা হবে। এবং সন্ধ্যায় পঞ্চগড় শেরেবাংলা মুক্তমঞ্চে আলোক প্রজ্বলন, এবং চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে ।
Leave a Reply