রংপুরের পীরগঞ্জে স্ত্রীকে অনৈতিক কাজে লিপ্ত থাকতে দেখে পিটিয়ে পরকীয়া প্রেমিক পারভেজ ইসলামকে (২৫) হত্যা করেছেন স্বামী।
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি পীরগঞ্জ সোনাকান্দর এই ঘটনা ঘটে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্ত্রী মমতাজ বেগম (২৩)। শনিবার ( ২ অক্টোবর) রাতে পীরগঞ্জ পৌর এলাকার সোনাকান্দর মহল্লায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত মমতাজ বেগম পীরগঞ্জ পৌরসভার সোনাকান্দর মহল্লার আমিনুল ইসলামের স্ত্রী ।
পুলিশ ও স্থানীয়রা জানান, পীরগঞ্জ বন্দরের ইলেকট্রনিক সার্ভিসিং ব্যবসায়ী পারভেজের সঙ্গে আমিনুলের স্ত্রী মমতাজ বেগমের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল।
ঘটনার দিন শনিবার রাত সাড়ে দশটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে পারভেজ আমিনুল ইসলামের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হয়। এসময় আমিনুল বাড়িতে এসে ওই দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে বাঁশের লাঠি দিয়ে পারভেজের মাথায় আঘাত করেন এবং তার স্ত্রীকেও মারধর করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পারভেজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩ অক্টোবর) ভোরে মারা যান পারভেজ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন আমিনুল।আমিনুলের স্ত্রী মমতাজ বেগম পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি এক সন্তানের জননী। পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুবার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। পলাতক আমিনুলকে গ্রেফতারে ইতোমধ্যে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।
Leave a Reply