মোঃ সাজু মিয়া
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জে সাড়ে ৪ কেজি গাঁজাসহ খায়রুল ইসলাম (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
আজ মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা-রংপুর সড়কে রুদ্রেশ্বর সিরাজুল বাজারে অটো-ইজিবাইকে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
খায়রুল ইসলামের বাড়ি জেলার হাতিবান্ধা উপজেলার শিংগীমারী ইউনিয়নের মধ্যসিংগীমারী আদল সরদার পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে বলে জানায় কালীগঞ্জ থানা পুলিশ।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোঃ ফরহাদ হোসেন মন্ডলের নেতৃত্বে এসআই তুহিন মিয়া সঙ্গীয় ফোস নিয়ে আজ সকালে সিরাজুল বাজারে অটো- ইজিবাইকে অভিযান চালিয়ে খায়রুল ইসলামের কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা জব্দ করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতারকৃত খায়রুল ইসলামের বিরুদ্ধে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে লালমনিহাট জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply