মোঃসইনুল রহমান আকাশ;
বগুড়ার মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি দাতব্য সংস্থার সৌজন্যে এমজি আজম এর ব্যবস্থাপনায় ।
গত ১২মে থেকে শুরু করে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার এক নং মির্জাপুর ইউনিয়নের সর্দার পাড়ার পাঁচ জন তরুণ – এমজি আজম(২৭), রকিবুল ইসলাম(২৬), সহরাব আলী(২৫), মশারফ হোসেন ( ৩৩) ও বাবুল রানা( ২৮) এক ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁরা সমাজের প্রকৃত দুস্থ, অসহায় মানুষের মাঝে রোদ, বৃষ্টি- কাদা উপেক্ষা করে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন৷
তাদের উপহার সামগ্রীর মাঝে রয়েছে চাল, ডাল, আলু, তেল, চিনি, সেমাই, মুড়ি, শাড়ি, লুঙ্গি সহ নগদ অর্থ।
ব্যাতিক্রমী এই উদ্যোগের বিষয়ে ইভেন্টের ব্যবস্থাপক এমজি আজমকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমরা মানুষের অভাব ও কষ্ট লাঘবের জন্য কাজ করছি, আমরা চাইনি দীর্ঘ সময় লাইনে দাঁড় করিয়ে মানুষকে কষ্ট দিতে, তাছাড়া আমাদের ঈদ উপহার গ্রহিতারা অধিকাংশ বয়স্ক, প্রতিবন্ধী যারা সমাজের অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত।
বৃষ্টি- কাদায় এভাবে উপহার পৌঁছে দিতে কষ্ট হয় কিনা জানতে চাইলে তিনি বলেন,” মানুষের মুখে হাসি ফুটাতেই আমাদের আনন্দ।”
উল্লেখ্য মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি বগুড়া, রোহিঙ্গা ক্যাম্প সহ সারা দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
উক্ত দাতব্য সংস্থার সহযোগিতায় আটোয়ারী উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে এই তরুণ গণ গত বছর থেকে খাদ্য- বস্ত্র বিতরণ, গৃহ নির্মাণ সহ নানা কার্যক্রম পরিচালনা করছেন।
উপকারভোগীরা হয়রানি মুক্তভাবে ঘরেই উপহার ও সহায়তা পেয়ে অনেক খুশি। এমজি আজম বিত্তবানদেরকে সমাজের অসহায়দের সহায়তায় এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন।
Leave a Reply