সুজন আহম্মেদ, গঙ্গাচড়া(রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে গতকাল প্রস্তিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন।
এতে উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনর্চাজ, উপজেলা পূজা উর্যাপন কমিটির সভাপতি ক্ষান্ত রানী, সম্পাদক পরিতশ চন্দ্র রায়, বক্তব্য রাখেন উপজেলা ৯ টি ইউনিয়নে প্রতিটি দূর্গাপূজার কমিটির সভাপতি, সম্পাদক প্রমুখ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিমুল হক, আনসার ভিডিপির কর্মকর্তা রেজ কেকুজ্জামান, গণমাধ্যম কর্মীসহ উপজেলার ৯ ইউনিয়নের ১’শত ২৫ টি দূর্গাপূজা কমিটির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন। উলেখ্য যে সরকারী থেকে বরাদ্দ প্রতেক মন্দিরে ৫ শ’ কেজি করে মোট ৫৪ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
Leave a Reply