শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:১৮ অপরাহ্ন

দিনাজপুরে প্রায় ১৩’শ মন্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্ত

দিনাজপুরে প্রায় ১৩’শ মন্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্ত

 

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি-
আর মাত্র কয়েকদিন পরই শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে দিনাজপুরের ১৩টি উপজেলার মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। গত বছর সীমিত পরিসরে হলেও, এবার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায়, বড় পরিসরে পূজা উদযাপনের আশা করছে উদযাপন কমিটি। গতবারের চেয়ে কাজ বাড়ায় খুশি প্রতিমা তৈরির কারিগররাও।

দিনাজপুর জেলায় গত বছর জেলার ১২শ’ ৩০ মন্ডপে সীমিত পরিসরে পূজা অনুষ্ঠিত হয়েছিল। এবার বেড়েছে আরও ৫০টি পূজো। এবার ১২শ’ ৮০টি মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। ১৩ উপজেলার মধ্যে সদর উপজেলায় পুজোর সংখ্যা বেশি। সদর উপজেলায় এ বছর ১শ’ ৬৩টি পুজো হচ্ছে এবার। অনেক মন্ডপে প্রতিমা শুকানোর কাজ চলছে। এরপর চলবে রংয়ের কাজ। দিনাজপুর কেন্দ্রীয় মশান কালী দুর্গা মন্দিরে প্রতিমা তৈরির কারিগর পরেশ পাল বলেন, এবার পাঁচটি মন্ডপে প্রতিমা তৈরির কাজ পেয়েছি। বর্তমানে খড়, মাটি ও পাটের সংমিশ্রণে বিভিন্ন আকৃতির প্রতিমা তৈরি করছি।প্রতিমার সাইজ অনুযায়ী ৩০ থেকে ৪০ হাজার টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু জানান, এবার করোনাকালিন সময়ে সম্পুর্ণ স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা মোতাবেক পূজা অনুষ্ঠিত হবে। ১৫ অক্টোবর বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দূর্গাপুজার সমাপ্তি ঘটবে।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম বলেন, দুর্গা পূজা উপলক্ষ্যে প্রতিটি মন্ডপে পাঁচ শ’ কেজি করে চাল বরাদ্দ দেয়া হচ্ছে। এছাড়া সুষ্ঠুভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় নেতাদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। ওই সভা থেকে স্বাস্থ্যবিধি মেনে পূজা পালনের জন্য দিক নিদের্শনা দেয়া হবে। দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, অধিকাংশ পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সেই সাথে স্বেচ্ছাসেবক টিম গঠন করে মন্ডপ এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। র্যাব, পুলিশ ছাড়া আনসার মোতায়েন করা হবে। তিনি বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশী টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

আপনার স্যোসাল মাধ্যমে শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 teestasangbad.com
Developed BY Rafi It Solution