মো: আব্দুল্লাহ আল মামুন
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘রংপুর অঞ্চলের চিকিৎসা সেবায় এগিয়ে থাকবে এআরসি হাসপাতাল।
শুক্রবার (১৫ অক্টোবর) রংপুর নগরীর ধাপে আধুনিক মানের “এআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’র শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন মেয়র।
ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন শেষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে মেয়র বলেন, ‘আমাদের এই অঞ্চলে দিন দিন যেভাবে চিকিৎসার মানের উন্নয়ন হচ্ছে তারই ধারাবাহিকতায় আজ এই হাসপাতালটির উদ্বোধন হচ্ছে। আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করবো যাতে তারা আমাদের উন্নত মানের সেবা নিশ্চিত করতে পারে।’
হাসপাতালের চেয়ারম্যান ডা. মুঈনুল ইসলাম শাহ‘র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রংপুর সিটির প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু, হাসপাতালটির ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসেন (মামুন)।
হাসপাতালের চেয়ারম্যান বলেন, ‘ চিকিৎসা সেবা আমাদের দেশেও যা ভারতে তা হয় কিন্তু পার্থক্য হলো সিস্টেমের আমরা সেই সিস্টেমটাকে পরিবর্তনের সুচনা করতে চাই। রংপুরের সর্বস্তরের মানুষকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। সবার সার্বিক সহযোগিতা থাকলে আমাদের কার্যক্রম আগামী দিনে আরও উন্নত সেবা প্রদান করতে সক্ষম হবো।’
হাসপাতালটিতে ২০টি শয্যা রয়েছে। এছাড়াও দুঃস্থ ও অসহায় গরীব রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
Leave a Reply