মোঃ সাজু মিয়া
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধিঃ
তিস্তার প্রবল স্রোতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উইনিয়নের বিভিন্ন এলাকাসহ রুদ্রেশ্বর মিলন বাজার এলাকায় গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর সংযোগ সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ছে।
আজ বুধবার (২০অক্টোবর) সন্ধ্যা ৬ টায় উপজেলার কাকিনা রুদ্রশ্বর মিলন বাজার এলাকায় এই সংযোগ সড়কটি বন্যার পানির তোরে এক অংশ বিলিন হয়ে যায় । এতে করে রংপুর যাতায়াতকারীরা ভোগান্তিতে পড়েন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান জানান, কাকিনা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জেনে দ্রুত পানি বন্দি এলাকা পরিদর্শন করেছি এবং সাধ্যমত ব্যবস্থা গ্রহণ করেছি।
জানা যায়, উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যরাজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিকে তিস্তার প্রবল স্রোতে পাকা রাস্তা ঘরবাড়ি রাস্তা ঘাটসহ ফসলি জমি বিলিন হয়ে গেছে ।
স্থানীয় বানিন্দা ও কাকিনার রুদ্রেশ্বর গ্রামের ইউপি সদস্য আব্দুস সামাদ বলেন, রংপুর আসা যাওয়ার জন্য একমাত্র সংযোগ সড়কটির মিলন বাজার সংলগ্ন কিছু অংশ ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাটা বন্ধ হয়ে গেলো।
কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক শহিদ জানান, কাকিনা ইউনিয়নে প্রায় ৩ হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এদিকে কাকিনা- মহিপুর সেতু সংযোগ রুদ্রেশ্বর এলাকায় পাকা সড়ক ধসে গিয়ে রংপুরের সাথে যোগাযোগ বন্ধ হয়েছে। তিনি সরকারের কাছে দাবি জানান, বন্যকবলিত এলাকার মানুষের কষ্ট লাঘবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে।
কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী বলেন, গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর সংযোগ সড়কটি যেন আর ক্ষতিগ্রস্ত না হয় এ জন্য যা যা করার তার সবই করার চেষ্টা হচ্ছে।
Leave a Reply