মোঃ আব্দুল্লাহ আল মামুন
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও এই আহবান জানিয়ে রংপুরে শান্তি-সম্প্রীতির র্যালী ও মানববন্ধন করেছে জাতীয় মহিলা সংস্থা রংপুর।
বৃহস্পতিবার সকালে গোমস্তা পাড়া জাতীয় মহিলা সংস্থা রংপুর কার্যালয় থেকে শান্তি-সম্প্রীতির একটি বিশাল র্যালী বের হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারী বাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জাতীয় মহিলা সংস্থা রংপুরের চেয়ারম্যান রোজি রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সনাক রংপুরের সভাপতি মোশফেকা রাজ্জাক, রংপুর মহানগর মহিলা লীগের সভাপতি মমতাজ বেগম, স্বর্ণ নারী এসোসিয়েশন রংপুরের সভাপতি মঞ্জুশ্রী সাহা, রংপুর জেলা মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জলি কিবরিয়া। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও নীতি ছিলো একটি ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক, বেষম্যহীন সমাজ গঠন ও সকল মানুষের নিরাপদ বাসস্থান হিসেবে গড়ে তোলা।
সেই চেতনাকে লালন করে বঙ্গবন্ধুর কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। কিন্তু ১৯৭১ সালের পরাজিত শক্তি ও এদেশের মানুষসহ উন্নয়নের রাজনীতিকে বাধাগ্রস্থ করতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এদেশে ধর্মের নামে রাজনীতি, হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা, লুটপাট, বাড়ীঘর ভাংচুরসহ নানা তৎপরতায় লিপ্ত। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply