পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে এক ব্যাক্তির বৈদ্যুতিক মিটার চুরি করে ১০ হাজার টাকা দাবী করা হয়েছে । এ ঘটনায় পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে ।
অভিযোগে জানা গেছে, উপজেলার আরিজপুর গ্রামের মৃত্যু গহর উদ্দিনের পুত্র হাবিল মিয়া গবর্ন্ধনপুর গ্রামের তাইফুর রহমানের একটি রাইচমিল ভাড়া নিয়ে পরিচালনা করে আসছেন ।
গত ১০ অক্টোবর উক্ত রাইচ মিলের বৈদ্যুতিক মিটার চুরি যায় । যার মিটার নং-০৯৯৫৩৬৪৬ হিসাব নং-০১/৪৮০/১৩৩০ । হাবিল মিয়া মিটারের স্থানে রাখা একটা চিরকুটে প্রাপ্ত ০১৭৬৮৫৮২৯৪৯ মোবাইল নম্বরে ফোন দিলে তার কাছে ১০ হাজার টাকা দাবী করা হয় ।
এর পর থেকে হাবিল মিয়া উক্ত ফোন নম্বরে আর যোগাযোগ করতে পারছেন না । তাই তিনি এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন ।
Leave a Reply