গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় ছাত্র সমাজ উপজেলা শাখার উদ্দেগে গজঘন্টা ইউনিয়ন ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল বিকালে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি গঙ্গাচড়া উপজেলা শাখার সদস্য সচিব আবুল কালাম আজাদ। জাতীয় ছাত্র সমাজ উপজেলা শাখার আহ্বায়ক আবু সুফিয়ান রিগানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উদ্বোধকের বক্তব্য রাখেন জাতীয় পার্টি রংপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খতিবার রহমান, প্রধানবক্তা বক্তব্য রাখেন ছাত্র সমাজের সদস্য সচিব আলাউদ্দিন নাঈম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র সমাজের উপজেলা যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম শুভ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গঙ্গাচড়া ইউনিয়ন জাপা’র সাধারণ সম্পাদক মাহফুজার রহমান দুলু, রংপুর জেলা জাপা’র সদস্য সাদি মোহাম্মদ ফেরদৌস কবির, ছাত্র সমাজের উপজেলা শাখার সাবেক সভাপতি মিঠু চৌধুরী। এসময জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুহিন সরকার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি উপজেলা শাখার আহ্বায়ক শাফিকুজ্জামান সোহেল, সদস্য সচিব নুরুন্নবী ইসলাম রানা, গজঘন্টা ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান সোহাগ, যুগ্ম আহ্বায়ক শাহান শাহ, যুগ্ম আহ্বায়ক মনজুর আলি পিন্টু, সঞ্চালনায় করেন জাতীয় ছাত্র সমাজ উপজেলা শাখার সমন্বয়কারী মোহাইমিনুল ইসলাম নিশান, জাতীয় ছাত্র সমাজ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাজন, ছাত্র নেতা রাকিক,নাহিদ,শওকত,মেহেদী,পল্লব, জাতীয় পার্টি উপজেলা শাখার সদস্য, মনোয়ারুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ,মামুন, সহ জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা মরহুম”পল্লীবন্ধু” হুসেইন মুহম্মদ এরশাদ স্যারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন সেই সঙ্গে আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি মহোদয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক উন্নয়ন তুলে ধরেন।
দ্বি বার্ষিক সম্মেলনে পাঁচ জন আহ্বায়ক জীবন বৃত্তান্ত জমা দেন, চার জন্য সদস্য সচিব হিসেবে জীবন বৃত্তান্ত জমা দেন। এদের মধ্যে থেকে উন্মুক্ত কাউন্সিলের মাধ্যমে আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত হবেন।রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলন চলছিল।
Leave a Reply