মামলা সুত্রে জানা গেছে, চিকনমাটি মৌজার জে এল ২২, খতিয়ান নং-ডিপি ১৩৭৭ এর ১৪ শতকের মধ্যে ছয় শতক জমি বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম দীর্ঘদিন হতে ভোগদখল করে আসছে। ওই জমির একাংশে তাদের পরিবারের কবরস্থান রয়েছে। গত ১ মাস পুর্বে বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম সেই কবরস্থানের জমিটি প্রাচীর দিয়ে ঘিরে রাখেন। শনিবার সকাল ১০ টার দিকে হঠাৎ করে ডোমার বাজার রেলগেট এলাকার নুর ইসলামের (৫৫) নেতৃতে একদল দুবৃত্ত কবরস্থারে প্রাচীর দেওয়া জমিটি দখলের চেষ্টা করলে খবর পেয়ে বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম ও তার ছেলে তন্ময় ঘটনাস্থলে এসে এর কারন জানতে দুপক্ষের মধ্যে বাগবিতন্ডার হয়। এরেইএক পর্যায়ে কবরস্থানের জমি দখল করতে আসা দুবৃত্তরা লাঠি দিয়ে মুক্তিযোদ্ধা শরিফুল ইসলামকে আঘাত করলে মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় অভিযুক্ত নুর ইসলাম বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলামের বুকের উপর উঠে গলা চিপে ধরে ও নাকে কিল ঘুষি মারে। এসময় এলাকাবাসী ছুটে এসে বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মেস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় শনিবার রাতেই থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানিয়েছেন।
Leave a Reply