পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গ্রামে আজ শনিবার (৬ নভেম্বর) মানিক চন্দ্র রায় (৫৬) নামে এক ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আটোয়ারী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঐ মৃত ব্যাক্তির ঠাকুরগাঁও পল্লি বিদ্যুৎতের আটোয়ারী সাব-জোনাল অফিসে মিটার রিডার পদে কর্তব্যরত ছিলেন। সে মৃত ননী গোপাল রায়, সাং- মালঝাড়, বিরোল, দিনাজপুর এর ছেলে।
চাকরির সুবাদে তিনি দীর্ঘ দিন বাড়ির মালিক ননী গোপাল রায় সাং- বড়দাপ, আটোয়ারী, পঞ্চগড় এর বাসায় ভাড়া থাকতেন।
প্রতিদিনের মতোই রাতে খাওয়া শেষে মানিক ঘুমিয়ে পরে৷ পরের দিন সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে বাড়ির মালিক ৮ ঘটিকায় সময় তাকে ডাকাডাকি শুরু করে।
কোন রকম সাড়াশব্দ না পেয়ে পাশের ঘরের দরজার লক খুলে তার মরদেহ দেখতে পান।
পরে ঘটনাটি আটোয়ারী থানা পুলিশকে অবহিত করলে এসআই রাশেদুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে৷
তার নামে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয় যার নং- ২৭।
মৃতদেহটির ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়ছে ৷
এই বিষয় আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ দুলাল হোসেনের সাথে কথা বললে তিনি উপরোক্ত ঘটনাটি নিশ্চিত করেছেন।
Leave a Reply